tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আইন আদালত প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২৪, ২১:৩৬ পিএম

ভেজা মাঠের কারণে বাংলাদেশ-উইন্ডিজ টেস্টের টস বিলম্বিত


miraz-kraigg-674b29c628d8f

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। ভেজা মাঠের কারণে এখনো টসও হয়নি।


জ্যামাইকার সাবিনা পার্কে ম্যাচটি কখন নাগাদ শুরু হবে তা জানা যায়নি। তবে আম্পায়াররা স্থানীয় সময় সকাল ১০টা ৪৫মিনিট (বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫) নাগাদ মাঠ পরিদর্শন করবেন বলে এক এক্স পোস্টে জানিয়েছেন বাংলাদেশি ধারাভাষ্যকার আতহার আলী খান।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের কাছে ২০১ রানে হেরে যাওয়া বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচামরার। এই ম্যাচে ফল পক্ষে না এলেই সিরিজ হারাতে হবে মেহেদী হাসান মিরাজের দলকে।

এদিকে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ। এই চক্রের শুরুটা দুর্দান্ত ছন্দে করলেও শেষদিকে শ্রীলংকা, ভারত, দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারে সে মোমেন্টাম হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। চক্রের শেষটা ইতিবাচক ফলের মধ্যে করতে পারে কিনা বাংলাদেশ, সেটা দেখতেই মুখিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।

এসএম