tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৯ পিএম

ফরিদপুরের এসপিকে প্রত্যাহার


ৎ
বামে এসপি মো. শাহজাহান ডানে ফরিদপুরের নতুন এসপি মোর্শেদ আলম। ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের নৌকার মনোনীত প্রার্থী কাজী জাফরউল্লাহ চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।


সোমবার নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলির বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে পদায়নে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে।

এতে আরও বলা হয়, এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার পুলিশ সুপার পদে পদায়নের জন্য অনাপত্তি প্রদান করেছেন।

উল্লেখ্য, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে তাকে অন্যত্র বদলি করে একজন নিরপেক্ষ পুলিশ সুপারকে পদায়নের জন্য মুহাম্মদ সাইফুর রহমান নামে এক ব্যক্তি নির্বাচন কমিশনে আবেদন করেন। পরে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।

এনএইচ