ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টায় অভিযুক্ত ইরানের নাগরিক
Share on:
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টায় যুক্ত থাকায় ইরানের এক নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির বিচার বিভাগ।
শুক্রবার (৮ নভেম্বর) দেশটির বিচার বিভাগ ফরহাদ শাকেরি (৫১) নামে এক ইরানির বিরুদ্ধে এই অভিযোগ আনে। যদিও অভিযুক্ত শাকেরি এখন ইরানে অবস্থান করছেন।
বিপুল ভোটে জয়লাভের পর দায়িত্বগ্রহণের প্রস্তুতি চলছে রিপাবলিকান শিবিরে। এরই মধ্যে শুরু হয়েছে ট্রাম্পের ওপর হামলা ঘটনার তদন্ত। তার প্রেক্ষিতে ইরানের এক নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির বিচার বিভাগ।
অভিযোগে বলা হয়, ২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ওই হত্যা চেষ্টা চালায় ইরান।
অভিযোগে আরও বলা হয়, ইরান সরকার শাকেরিকে সাত দিনের মধ্যে হত্যার পরিকল্পনা জমা দিতে বলে। ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনের পরে হত্যা করা সহজ হবে বলে শাকেরিকে জানানো হয়েছিল। কেননা ইরান সরকার মনে করতো ট্রাম্প নির্বাচনে জিতবে না।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ফরহাদ শাকেরি নামে এক ইরানীকে গত ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার জন্য দায়িত্ব দেয়া হয়। তবে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি করেন, ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর আইআরজিসির বেঁধে দেয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা তাঁর ছিলো না।
তিনি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০০৮ সালে তাকে ইরানে ফেরত পাঠানো হয়।
তারা আরও জানান, শাকেরি জেলে থাকতেই অপরাধীদের দ্বারা তৈরি একটি নেটওয়ার্কে যুক্ত হন এবং সেই নেটওয়ার্ক কাজে লাগিয়ে ইরান যাদের হত্যা করতে চাইতো তা তিনি বাস্তবায়ন করতেন।
এসএম