tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৭ পিএম

সার্চ কমিটি বৈঠকে বসছে কাল


সার্স কমিটি.jpg

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটি আগামীকাল রোববার (৬ ফেব্রুয়ারি) বৈঠকে বসতে পারে বলে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে।


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটি আগামীকাল রোববার (৬ ফেব্রুয়ারি) বৈঠকে বসতে পারে বলে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সার্চ কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে।

সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, এখন পর্যন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা হয়নি। সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, সার্চ কমিটির সব সিদ্ধান্ত গণমাধ্যমকে জানাবে মন্ত্রিপরিষদ বিভাগ।

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর আগেই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে।

ইসি গঠনে নতুন আইন অনুযায়ী, রাষ্ট্রপতির অনুমোদনের পর সরকার আজ (শনিবার) সার্চ কমিটি ঘোষণা করেছে।

এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করতে হবে।

সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন-

হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান,

বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী,

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন,

সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং

কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সার্চ (অনুসন্ধান) কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

এইচএন