tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিনোদন প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:০৪ পিএম

অবসর নেননি, আলোচিত পোস্টের ব্যাখ্যা দিলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা


vikrant-massey-(1)-674ee3261146e

অভিনয় জগতে বিক্রান্ত ম্যাসির পদচারণা দীর্ঘদিনের। সেই ২০০৭ সাল থেকে বিনোদনের বিভিন্ন মাধ্যমে কাজ করে চলেছেন তিনি।


তবে সাফল্য বা আকাশছোঁয়া জনপ্রিয়তা বলতে যা বোঝায়, সেটার দেখা পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে ২০২৩ সাল পর্যন্ত। গত বছর বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমা দিয়ে সবার নজর কাড়েন তিনি। তবে সম্প্রতি আচমকা অভিনয়কে বিদায় বলার ঘোষণা দিয়ে বসেন এই অভিনেতা।

ইন্সটাগ্রামে দেওয়া এক ঘোষণায় ৩৭ বছর বয়সি এই অভিনেতা অনুরাগীদের জানিয়ে দেন, অভিনয় ছেড়ে এখন পরিবার-পরিজনকে সময় দিতে চান তিনি।

তবে সেই পোস্টের ২৪ ঘন্টা কাটার আগেই আসল বিষয়টি প্রকাশ্যে এলো। যা নিজেই অভিনেতা প্রকাশ্যে আনলেন। তার সেই পোস্ট ঘিরে যখন সরগরম বলিউড, ঠিক সেই সময়ই সবার ভুল ভেঙে দিলেন বিক্রান্ত।

তার ‘অবসর’ ঘোষণার পর বিক্রান্তের একান্ত সাক্ষাৎকার নিতে চায় অনেক সংবাদমাধ্যমই। তেমনই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিক্রান্ত ম্যাসি জানান, তিনি অবসর নিচ্ছেন এমনটা তিনি তার পোস্টে বলেননি। তিনি নিছকই বিরতি নিচ্ছেন। টানা কাজের পর শুধু মাত্র কিছুদিনের জন্যে তিনি বিশ্রামে যাচ্ছেন। তবে তার মানে একদমই এই নয় যে, তিনি চিরতরে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানাচ্ছেন। তার অনুরাগীরা তার এই বার্তার ভুল ব্যাখ্যা করেছেন।

এনএইচ