tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২২, ১৬:২৩ পিএম

আদালতের সিদ্ধান্তে তৃণমূল বিএনপিকে নিবন্ধনের সিদ্ধান্ত


ec-20221219142211

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আদালতের আদেশ অনুযায়ী তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার বিষয়ে  সিদ্ধান্ত নেওয়া হবে।


সোমবার (১৯ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, আমরা অফিসিয়ালি আদালতের আদেশ পেলে কমিশন বসে সিদ্ধান্ত নেবে। সব সিদ্ধান্ত কোর্টের আদেশ দেখে তারপর নিতে হবে। 

রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মো. আলমগীর বলেন, কমিশন রায় মানতেও পারে আবার রিভিউও করতে পারে। আমরা রিভিউ আবেদন দেখতে পারি। আদালতের আদেশ না দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইন যেভাবে আছে সেভাবে কাজ করবে। আইনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান ইসির সাবেক এই কমিশনার। 

এমআই