রাবিতে “সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক” এর কমিটি গঠনঃ সভাপতি সাব্বির, সেক্রেটারি মেহেদি
Share on:
ছাত্রছাত্রীদের জন্য নির্যাতনমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে রাজশাহী বিশ্বববিদ্যালয়ে যাত্রা শুরু করলো যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা “সোচ্চার – টর্চার ওয়াচডগ বাংলাদেশ” এর স্টুডেন্টস ক্লাব “সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক”।
শনিবার (৩০শে নভেম্বর) বাংলাদেশ সময় সকাল নয়টায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম যুমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
সোচ্চারের ভিক্টিম সাপোর্ট বিভাগের ডিরেক্টর ড. মাহফুজুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সোচ্চার ও সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের লক্ষ্যউদ্দেশ্য, কার্য্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ। আরো উপস্থিত ছিলেন সোচ্চারের সেক্রেটারি কামরুল ইসলাম, ট্রেজারার বোরহান উদ্দিন, মিডিয়া ডিরেক্টর শফিকুল ইসলাম মাহফুজ।
উল্লেখ্য, ক্যাম্পাস-কেন্দ্রিক মানবাধিকার অ্যাক্টিভিজম, ক্যাম্পাস নির্যাতন ডকুমেন্টেশান, নিরাপদ ক্যাম্পাস গড়তে অ্যাডভোকেসি করা, ও তরুন মানবাধিকার অ্যাক্টিভিস্ট তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে “সোচ্চার স্টুডেন্টস' নেটওয়ার্ক” নামে স্টুডেন্ট ক্লাব গঠন করছে। ইতোপূর্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাব গঠন করা হয়েছে, আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিত্বীয় ক্লাব গঠন করা হলো।
সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এস এম সালমান সাব্বিরকে সভাপতি ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তাহফিম হাসান মেহেদিকে সেক্রেটারি করে ক্লাবের প্রাথমিক কমিটি ঘোষনা করা হয়। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন মেহনাজ তাবাসসুস।
নননির্বাচিত সভাপতি সালমান সাব্বির, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস, সেক্রেটারি তাহফিম হাসান মেহেদি, ট্রেজারার মেহনাজ তাবাসসুম, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি সজিব অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেসবিজ্ঞপ্তি