TN web Logo Size-01 (2) TN web Logo Size-01 (2)
সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ এএম

পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ


sajek_20230919_090558564

বৃষ্টির কারণে পাহাড় ধসে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।


সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দিঘীনালা-সাজেক সড়কের শুকনাছড়া এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

তিনি বলেন, বৃষ্টিতে দিঘীনালা-সাজেক সড়কের বড়ইতলি এলাকার শুকনাছড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ধসে যাওয়া পাহাড়ি মাটিতে সীমান্ত সড়কের জন্য পাথর নিয়ে যাওয়া একটি ট্রাক আটকা পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাহাড় ধসের বিষয়টি সড়ক ও জনপথ বিভাগসহ সবাইকে অবহিত করা হয়েছে। সকালের মধ্যে সড়কের মাটি সরিয়ে ফেলা হবে। এতে পর্যটকদের চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানান ওই উপজেলা নির্বাহী অফিসার।

উল্লেখ্য, বিকেল ৫টার পরে এই সড়কে কোনো ধরনের গণপরিবহন চলাচল করে না।

এনএইচ