tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২৪, ২১:০৩ পিএম

রাত পোহালেই সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন


19d0550d-143e-4710-b9ba-c776ecc77164

দরজায় কড়া নাড়ছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) নির্বাচন।


নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামীকাল সোমবার (১৮ নভেম্বর) সতিকসাসের কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দুপুর ২টায় ফলাফল ঘোষণা করা হবে।

এবার সংগঠনটির ১১টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ সম্পাদক পদে একজন পদপ্রার্থী থাকায় দৈনিক সংবাদের মামুনুর রশীদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে পলিটিক্স নিউজের মোহাম্মদ রায়হান, প্রচার-প্রকাশনা সম্পাদক পদে সোনালী নিউজের সাব্বির আহমেদ ও অর্থ সম্পাদক পদে আমার সংবাদের মিয়া আমিরুল ইসলাম সিয়াম এবং নারী বিষয়ক সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের মাহমুদা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাচনে সভাপতি পদের জন্য লড়বেন দুইজন প্রার্থী, সহ-সভাপতি দুইজন, যুগ্ম সাধারণ সম্পাদক দুইজন, দপ্তর সম্পাদক দুইজন ও কার্যনির্বাহী সম্পাদক পদে তিনজন প্রার্থী রয়েছেন।

সাংবাদিক সমিতির এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান৷ এছাড়াও নির্বাচন কমিশনে আরও থাকবেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রলি, সাংবাদিক ফয়েজ রেজা, সাংবাদিক শাহরিয়ার আরিফ, সাংবাদিক মানিক মুনতাসীর৷ 

২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)৷ প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সুনামের সাথে ক্যাম্পাসভিত্তিক সাংবাদিকতা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে৷

এনএইচ