tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১১ জানুয়ারী ২০২৫, ১৫:০৭ পিএম

এবি পার্টির নতুন চেয়ারম্যান মঞ্জু, সাধারণ সম্পাদক ফুয়াদ


aby-parti-20250111143827

আগামী তিন বছরের জন্য আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এর আগে তারা দলটির যথাক্রমে সদস্যসচিব ও যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে ছিলেন।


নির্বাচনের ফলাফল অনুযায়ী দলটির প্রচার বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেবা ও সমস্যা সমাধানের রাজনৈতিক স্লোগানকে সামনে নিয়ে যাত্রা শুরু করা আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান নির্বাচন গতকাল শুক্রবার দিনব্যাপী সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। একটানা রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দেশ, বিদেশে অবস্থানরত প্রায় ২ হাজার ৮০০ কাউন্সিলর এই নির্বাচনে ভোট দেন। দেশের কাউন্সিলররা সশরীরে উপস্থিত হয়ে, প্রবাসে ও অসুস্থতাজনিত অনুপস্থিত কাউন্সিলররা অনলাইনে ভোট প্রদান করেন।

নির্বাচনে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও প্রতিষ্ঠাতা সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবি পার্টির নেতৃবৃন্দ জানান, গঠনতন্ত্র অনুযায়ী গত ২৭ ও ২৮ জানুয়ারি নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ৬০ জন প্রার্থীর বিপরীতে ২১ জন নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন।

দিনভর ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে আজ (শনিবার) অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে দলটির চেয়ারম্যান হিসেবে মজিবুর রহমান মঞ্জুর নাম ঘোষণা করা হয়। চেয়ারম্যান পদে ভোটগ্রহণ শেষে নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ভোটের মাধ্যমে দলের সেক্রেটারি নির্বাচিত করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কেন্দ্রীয় কাউন্সিল উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গ।

সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুদুর রহমান মান্না, নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

এইচআর