খেলা মিস করা ম্যানেজার ও খেলোয়াড়কে দেশে প্রেরণ
Share on:
এশিয়ান গেমস কারাতেতে গতকাল ঘটেছে এক লজ্জাজনক ঘটনা। কারাতেকা ভিলেজে থাকার পরেও নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারায় ব্যক্তিগত পুরুষ কারাতে ইভেন্টে অংশ নিতে পারেনি বাংলাদেশ। যা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এর মধ্যেই খেলোয়াড় ও ম্যানেজারকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের একটি পদক এসেছে নারী ক্রিকেট থেকে। আরেকটি পদকের সম্ভাবনা রয়েছে পুরুষ ক্রিকেটে। তাই আজ সকালেই বাংলাদেশ-ভারত সেমিফাইনাল ম্যাচ দেখতে জিজিয়াং বিশ্ববিদ্যালয়ে হাজির হয়েছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিশেয়নের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, এশিয়াডে বাংলাদেশের শেফ দ্য মিশন একে সরকারসহ আরো অনেকে।
ম্যাচের ইনিংস বিরতিতে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন একে সরকার কারাতে কাণ্ডের ব্যাখা দিয়েছেন, ‘আসলে গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আগের দিন রাতেও ম্যানেজারকে বাস ও আনুষাঙ্গিক বিষয় বোঝানো হয়েছে। এরপরও তারা হয়তো দেরিতে ঘুম থেকে বা অন্য কোনো কারণে একটি বাস মিস করে এবং পরবর্তী বাসটি দেরিতে পৌঁছানোয় খেলতে পারেনি।’
খেলোয়াড়রা নির্দিষ্ট সময়ের আগেই বাসে উঠার অপেক্ষায় ছিলেন। ম্যানেজার ও কোচের জন্য তারা উঠেননি। হাসান খান সান বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ কারাতে খেলোয়াড়। কোচের বিলম্ব হলেও তিনি একা আগে গিয়ে এন্ট্রি করলে খেলার সুযোগ পেতেন। তারও খানিকটা দায় রয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। যদিও মূল দায় ম্যানেজার-কোচের।
কারাতেতে এমন কাণ্ড ঘটানোয় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে,‘আজই ম্যানেজার ও খেলোয়াড়কে দেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। আজ টিকিট পাওয়া যায়নি। আগামীকাল ম্যানেজার এবং খেলোয়াড় দেশে চলে যাবে’--বলেন শেফ দ্য মিশন একে সরকার।
এশিয়ান গেমসের মতো আসরে কারাতে বাংলাদেশকে লজ্জায় ফেলল। এজন্য ভবিষ্যতে কারাতে আন্তর্জাতিক বড় আসরে অংশগ্রহণও শঙ্কার মধ্যে পড়ল বলে জানান শেফ দ্য মিশন,‘অলিম্পিক থেকে অবশ্যই কারাতে ফেডারেশনকে চিঠি দেওয়া হবে। কারাতে ফেডারেশন তাদের মতো ব্যবস্থা নিতে বলা হবে এবং আমরা ঢাকায় ফিরে অলিম্পিকের সভা বিষয়টি আলোচনা করে সামনে তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব।’
কারাতেতে বাংলাদেশের আগামীকাল ও পরশু খেলা রয়েছে। ঐ খেলায় অবশ্য হাসান খান সানের নেই। বাকি খেলাগুলোর জন্য কোচ সেন্টু থাকলেও ম্যানেজার ইকবালকে আগামীকালই ফিরে যেতে হবে।
এনএইচ