tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ নভেম্বর ২০২৩, ১৫:০১ পিএম

ভারতে টানেলে আটকে পড়া ৪০ শ্রমিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে


84081_abul5

ভারতের উত্তরাখণ্ডে টানেলের ভিতর আটকে পড়া ৪০ শ্রমিকের নিরাপত্তা ও জীবন নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। রোববার তারা টানেলের ভিতর আটকে পড়ার পর প্রায় ১৫০ ঘণ্টা অতিবাহিত হয়েছে। উদ্ধারের জন্য জোর চেষ্টা চললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সুখবর পাওয়া যায়নি। উপরন্তু শুক্রবার সন্ধ্যায় উদ্ধার অভিযানে ড্রিল মেশিন ব্যবহার করার সময় আকস্মিক বিকট শব্দ পাওয়া গেছে। এতে পরিবারগুলোর উদ্বেগ আরও বাড়ছে। সংশ্লিষ্ট শ্রমিকদের পরিবার তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।


কর্মকর্তারা বলেছেন, শুক্রবার ওই শব্দ হওয়ার পর অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে। শিগগিরই তা শুরু হবে। ঘটনাস্থলে আনা হয়েছে দ্বিতীয় একটি ভারি ড্রিল মেশিন। কর্মকর্তারা বলছেন, সব শ্রমিকই নিরাপদ আছেন।

তাদেরকে স্টিলের পাইপের মাধ্যমে খাদ্য ও পানি পাঠানো হচ্ছে।

ওদিকে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন আটকে পড়া শ্রমিকদের পরিবারের সদস্যরা। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তারা আশা হারাচ্ছেন। একজন শ্রমিকের ভাই বলেছেন, স্বাস্থ্যের অবস্থা আরও অবনতি হওয়ার আগে তাদেরকে দ্রুততার সঙ্গে উদ্ধার করা প্রয়োজন। চিকিৎসকরা বলছেন, দীর্ঘ সময় মাটির নিচে আটকা পড়ে থাকায় শ্রমিকদের মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাদেরকে পুনর্বাসন জরুরি।

উল্লেখ্য, নির্মাণাধীন সিল্কইয়ারা টানেলে কাজ করার সময় এর একটি অংশ ধসে পড়ে ১২ই নভেম্বর। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ৪০ নির্মাণ শ্রমিক। তাদেরকে উদ্ধারে ড্রিল করা হচ্ছে। কিন্তু এ সময় ধ্বংসস্তূপ তাদের ওপর পড়ে বিপদের আশঙ্কায় এ প্রক্রিয়া ধীর গতির করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বড় রকম ফাটলের শব্দে অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে। একটি সি-১৩০ হারকিউলিস সামরিক বিমানে করে ইন্দোর থেকে দ্বিতীয় একটি ড্রিল মেশিন এনেছে বিমান বাহিনী।

এনএইচ