TN web Logo Size-01 (2) TN web Logo Size-01 (2)
সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
tnbd-logo tnbd-logo-light
ভিডিও প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৮ পিএম

ঢাকা - ভোলা ফেরি চলাচল বন্ধ হয়ে যাবে? নাকি অব্যাহত থাকবে?


cmatrix (33)

ঢাকা-ভোলা ফেরি চলাচল নিয়ে সরেজমিন প্রতিবেদন। ১৫ ই সেপ্টেম্বর এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে ভোলাবাসীর জন্য। ভোলা থেকে সরাসরি গাড়ি নিয়ে ঢাকায় পৌঁছানোর সুবর্ণ ব্যবস্থা চালু হয়েছিল ওই দিন। এত দীর্ঘ পথে এত বড় নদী পার হয়ে কোনদিন ফেরি চলাচল হবে এ যেন ভোলাবাসী ভাবতেও পারেনি।