শুক্রবার মুক্তি পাওয়া 'অগ্নি' ছবিটি রেকর্ড তালিকায় স্থান পেতে যাচ্ছে। ঢাকাসহ ৯২টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়া হয়। প্রথম দিনেই 'অগ্নি' ছবিটি আয় করে ১ কোটি ২৫ লাখ টাকা। দ্বিতীয় দিনে আয় করে ১ কোটি ১৫ লাখ টাকা। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, প্রথম দিনে রাজধানীর সবগুলো সিনেমা হল থেকে দুই থেকে ছয় লাখ টাকার টিকেট বিক্রি হয়। বিশেষ করে বলাকা ও যমুনা ব্লকবাস্টারে ৫ লাখ টাকার ওপরে টিকিট বিক্রি হয়। এ ছবির মধ্য দিয়ে দেশের বেশক'টি সিনেমা হল টিকিট বিক্রির অতীতের রেকর্ড ভেঙে ফেলেছে। মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনেও ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। ইফতেখার চৌধুরী পরিচালিত 'অগ্নি' ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আরেফিন শুভ, আলীরাজ, মিশা সওদাগরসহ আরও অনেকে।
শুক্রবার মুক্তি পাওয়া 'অগ্নি' ছবিটি রেকর্ড তালিকায় স্থান পেতে যাচ্ছে। ঢাকাসহ ৯২টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়া হয়। প্রথম দিনেই 'অগ্নি' ছবিটি আয় করে ১ কোটি ২৫ লাখ টাকা। দ্বিতীয় দিনে আয় করে ১ কোটি ১৫ লাখ টাকা। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, প্রথম দিনে রাজধানীর সবগুলো সিনেমা হল থেকে দুই থেকে ছয় লাখ টাকার টিকেট বিক্রি হয়। [img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392620840.jpg[/img]বিশেষ করে বলাকা ও যমুনা ব্লকবাস্টারে ৫ লাখ টাকার ওপরে টিকিট বিক্রি হয়। এ ছবির মধ্য দিয়ে দেশের বেশক'টি সিনেমা হল টিকিট বিক্রির অতীতের রেকর্ড ভেঙে ফেলেছে। মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনেও ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। ইফতেখার চৌধুরী পরিচালিত 'অগ্নি' ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আরেফিন শুভ, আলীরাজ, মিশা সওদাগরসহ আরও অনেকে। [img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392620863.jpg[/img] [b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]