রাজধানীর কারওয়ান বাজারে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৫৫) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় ভাড়া থাকেন।
রাজধানীর কারওয়ান বাজারে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৫৫) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় ভাড়া থাকেন। দেলোয়ার হোসেনের ছেলে সৈয়দ আলী জানান, তার বাবা শুক্রবার রাতে কারওয়ান বাজারে ফল কিনতে গিয়ে অজ্ঞানপর্টির খপ্পড়ে পড়েন। পরে স্থানীয়রা দেলোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। পয়জনজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। [b]ঢাকা,জেইউ, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]