স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উলামা বিভাগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শাহবাগ ইয়াতিমখানায় অনাথ- ইয়াতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উলামা বিভাগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শাহবাগ ইয়াতিমখানায় অনাথ- ইয়াতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মহানগর দক্ষিণ ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ড. মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান মাদানী, মীরেরসরাই দরবারের সম্মানিত পীরসাহেব মাওলানা আব্দুল মোমেন নাসেরী, মুফাসসির জাকির হোসেন শেখ, মুফাসসির আবুল কাসেম গাজী, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা লুৎফর রহমান, মুফতী মিজানুর রহমান, মাওলানা কাজী জালাল উদ্দীন, মাওলানা নিযাম উদ্দীন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সাব্বির আহমেদ, মাওলানা ফারুক আল আজহারী প্রমুখ।
ডক্টর মাদানী বলেন, অনাথ ও এতিম শিশুদের প্রতি আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। এতীমদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সকলকেই উদ্যোগী হতে হবে। স্বনির্ভর ক্ষুধামুক্ত, সার্বভৌম কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে অবহেলিত অনাথ শিশুদের উপেক্ষা করার কোনো সুযোগ নেই।
উপস্থিত উলামায়ে কেরাম ও ইয়াতিম শিক্ষার্থীদের নিয়ে সংক্ষিপ্ত দোয়া শেষে খাবার পরিবেশন করা হয়।প্রেস বিজ্ঞপ্তি
এমবি