বিএনপিকে জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গতকাল সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক আয়োজিত ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ: স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক জানান, ২০০৮ সালের নির্বাচনে বিএনপি মাত্র ২৯টি আসন পেয়েছে। ২০০৮ সালের নির্বাচন নিয়ে সারা পৃথিবীর কোথাও কোনো ধরণের সমালোচনা হয়নি। তাদের অপকর্মের কারণেই তারা আসন হারিয়েছে। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা জানে জনগণ তাদের আর ক্ষমতায় বসাবে না, সেজন্যই তারা বিদেশি প্রভুদের কাছে যায়। বিদেশি প্রভুদের ইঙ্গিতেই তারা অরাজকতা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, ২০০১ সালের গ্রেনেড বোমা হামলার মাধ্যমে বিএনপি ১৫ আগস্টের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চেয়েছে। কিন্তু পারেনি। তারা শেখ হাসিনার ওপর দোষ চাপিয়ে বলেছে, শেখ হাসিনা নাকি ব্যাগে করে গ্রেনেড এনেছে। শেখ হাসিনা নাকি নাটক করেছে। অথচ আজকে সত্যটা হলো বিএনপি পাকিস্তান থেকে গ্রেনেড এনে, সেই গ্রেনেড খুনিদের সরবরাহ করেছে। তারেক জিয়া হাওয়া ভবনে বসে পরিকল্পনা করেছে। বিএনপি এভাবেই খুনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছে।
এ সময় আলোচনা সভায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত বিচারক এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
এবিএস