ঢাকা: বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবি করেছে বার কাউন্সিল। বুধবার বার কাউন্সিল ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন আইনজীবীরা।
[b]ঢাকা:[/b] বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবি করেছে বার কাউন্সিল। বুধবার বার কাউন্সিল ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন আইনজীবীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এজে মোহাম্মদ আলী। তিনি বলেন,বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের মুক্তি না হওয়া পর্যন্ত দেশের সব আইনজীবী সমিতিকে প্রতিদিন প্রতিবাদ সমাবেশ করবে। ‘বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার আইনের শাসনকে ভূলন্ঠিত করার এক অপচেষ্টা মাত্র’ বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, খন্দকার মাহবুবসহ সিনিয়র আইনজীবীদের মিথ্যা ও হয়রানিমূলকভাবে গ্রেফতার করে গণতন্ত্রের পথকে রুদ্ধ করে দিয়ে সরকার একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। ‘ন্যায় বিচার,আইনের শাসন,ও মৌলিক অধিকার ভূলন্ঠিত করে সরকার যে ভবিষ্যৎ দূরভিসন্ধিমূলক পথের দিকে অগ্রসর হচ্ছে’ মন্তব্য করে আলী বলেন,মাহবুব হোসেন এসবের প্রতিবাদ করেছেন বলে সরকার তাকে গ্রেফতার করেছে। বাংলাদেশের সকল আইনজীবী সমাজ উৎকন্ঠিত উল্লেখ করে তিনি বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে বার কাউন্সিলের ফাইনান্স কমিটির চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ মিয়া,হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান গোলাম মোস্তফা খান, খন্দকার মাহবুব হোসেনের স্ত্রী অ্যাডভোকেট ফারহাদ হোসেন উপস্থিত ছিলেন।