‘ইন্টারনেটের মাধ্যমে উপার্জন’ এ বিষয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে জবপোর্টাল জবসবিডি ডট কম। কাজ পাওয়ার পদ্ধতি, কি ধরনের কাজ পাওয়া সম্ভব সহ আউটসোর্সিং’র নানা বিষয় শেখানো হবে কর্মশালায়।
‘ইন্টারনেটের মাধ্যমে উপার্জন’ এ বিষয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে জবপোর্টাল জবসবিডি ডট কম। কাজ পাওয়ার পদ্ধতি, কি ধরনের কাজ পাওয়া সম্ভব সহ আউটসোর্সিং’র নানা বিষয় শেখানো হবে কর্মশালায়। এছাড়া ঘরে বসে দৈনিক ৪ থেকে ৫ ঘন্টা কাজ করে ১জন আউটসোর্সার তার দক্ষতা আর অভিজ্ঞতা অনুযায়ী প্রতি মাসে প্রত্যাশানুযায়ী আয় করতে পারে তা নিয়ে আলোচনা করা হবে। কম্পিউটার সম্পর্কে মৌলিক ধারণা সম্পন্ন যে কেউ কর্মশালায় অংশ নিতে পারেন। অংশগ্রহণে ইচ্ছুকরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বিস্তারিত জানা যাবে ০১৭১৩৪৯৩১৫৯ নম্বরে। [b]ঢাকা,১৭ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]