বৃহস্পতিবার ২৩, মার্চ ২০২৩
EN

আফগানিস্তানে আবারও ভূমিকম্প : নিহত ৫

আফগানিস্তানে গত বুধবারের ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও জনদুর্ভোগের মাঝেই শুক্রবার আবারও সেখানে ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আরও অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মৃতের এ সংখ্যা জানালেও নতুন করে আহতের সংখ্যা বা ধ্বংসের পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, শুক্রবার প্রায় আগের স্থানেই নতুন করে কম্পন হয়। এর মাত্রা ছিল ৪.৩।

এর আগে গত বুধবার পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশ পাকতিকার দক্ষিণপশ্চিম পাহাড়ি এলাকায় ভূমিকম্পে সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে। আহত হয় প্রায় ২ হাজার মানুষ এবং ধ্বংস হয় ১০ হাজারের মতো বাড়িঘর।

সে ঘটনায় আহতদেরই সঠিক চিকিৎসাসেবা দিতে পারছে না দেশটির সরকার। এর মাঝেই আবার ভূমিকম্প বাড়িয়ে দিলো দুর্গতি। রয়টার্স।

এমআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *