২০১৪ সালের পর আফগানিস্তানের মাটিতে একজন মার্কিন সেনাও থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে ফোনালাপে এ কথা জানান ওবামা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সূত্রে এ খবর জানা গেছে।
২০১৪ সালের পর আফগানিস্তানের মাটিতে একজন মার্কিন সেনাও থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে ফোনালাপে এ কথা জানান ওবামা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সূত্রে এ খবর জানা গেছে। অবশ্য আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই যদি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর না করেন, তাহলে এমনিতেও কোনো মার্কিন সেনা আফগানিস্তানে থাকতে পারবে না। আমেরিকার পরিকল্পনা ছিল, ২০১৪ সালের পর আফগানিস্তানে ৮ হাজার মার্কিন সৈন্য রেখে দেওয়া। এসব সৈন্য 'সন্ত্রাসবিরোধী' অভিযান ও আফগান সেনাদের প্রশিক্ষণের কাজে নিয়োজিত থাকার পরিকল্পনা ছিল। কিন্তু হামিদ কারজাইয়ের শক্ত অবস্থানে আমেরিকার এখন কিছুই করার নেই। হামিদ কারজাইয়ের সিদ্ধান্ত হচ্ছে, আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করবেন না। আমেরিকাসহ ন্যাটোভূক্ত দেশগুলো চুক্তিতে স্বাক্ষর করতে হামিদ কারজাইকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এলেও কারজাই তার অবস্থানে অনঢ়। তার এই অনঢ় অবস্থানের কারণেই ওবামা নতুন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন [b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]