শনিবার ১০, জুন ২০২৩
EN

আবারো ইউজিসি’র চেয়ারম্যান হলেন কাজী শহিদুল্লাহ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ।

বৃহস্পতিবার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। বর্তমানে তিনি যে বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাচ্ছেন দ্বিতীয় মেয়াদেও তিনি একই সুবিধা পাবেন।

শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিশনের চেয়ারম্যান পদে আগ্রহী শিক্ষকরা তাদের বায়োগ্রাফি (জীবনবৃত্তান্ত) শিক্ষা মন্ত্রণালয়ের জমা দেন। মন্ত্রণালয় থেকে সেই তালিকা ও জীবনবৃত্তান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী সেই তালিকা যাচাই-বাছাই, গোয়েন্দা প্রতিবেদন, শিক্ষকতা জীবনে তিনি কোন মতাদর্শের ছিলেন, চারিত্রিক বৈশিষ্ট্য, সততা- এসব বিষয় যাচাই-বাছাই করে চূড়ান্ত নিয়োগের জন্য রাষ্ট্রপতি কার্যালয়ে পাঠান। রাষ্ট্রপতির অনুমোদনের পর আবার তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর মন্ত্রণালয় পরিপত্র জারি করে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৪ অক্টোবর ইউজিসি চেয়ারম্যান হিসেবে প্রথমবার নিয়োগ পান অধ্যাপক কাজী শহীদুল্লাহ। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।

এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *