রবিবার ২৬, মার্চ ২০২৩
EN

আমেরিকা যাচ্ছেন একঝাঁক তারকা

মার্কিন যুক্তরাষ্ট্রে চিত্রনায়ক শাকিব খান, চঞ্চল চৌধুরী, মেহজাবীনসহ একঝাঁক তারকা শিল্পী যাচ্ছেন। বরাবরের মতো এবারো নিউ ইয়র্কে বসবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর। আর তাতে যোগ দিতেই এই সফর।

শোটাইম মিউজিক এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ১৬ অক্টোবর নিউ ইয়র্কের কুইন্সে বসবে এবারের আসর।

ফেসবুক পোস্টে এসব তথ‌্য নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম।

তিনি বলেন—‘নিউ ইয়র্কের আমাজুরা কনসার্ট হলে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। এতে যোগ দেবেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাহসান খান, পূজা চেরি, জিয়াউল হক পলাশ, ফারিয়া শাহরিন, ইমনসহ অনেকে।’

এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *