আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, আল কায়দা জঙ্গী সংগঠন হিসেবে বিশ্বে পরিচিতি। তাদের দেয়া ভিডিও বার্তার মাধ্যমে প্রমাণিত হয় যে, বাংলাদেশের জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও বিএনপি ওই জঙ্গী সংগঠনের সাথে সম্পৃক্ত।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, আল কায়দা জঙ্গী সংগঠন হিসেবে বিশ্বে পরিচিতি। তাদের দেয়া ভিডিও বার্তার মাধ্যমে প্রমাণিত হয় যে, বাংলাদেশের জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও বিএনপি ওই জঙ্গী সংগঠনের সাথে সম্পৃক্ত। আজ রোববার বেলা ১১টায় তিনি তার কুষ্টিয়াস্থ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। এই জঙ্গি সংগঠনটি বাংলাদেশকে একটি আন্তর্জাতিক জঙ্গীবাদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের কোন স্থান হবে না। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশকে জঙ্গীবাদ মুক্ত করার যে পদক্ষেপ নেয়া হয়েছে তা কার্যকর করার মাধ্যমে সন্ত্রাসী-জঙ্গীবাদের মূলোৎপাটন করা হবে। এর আগে কুষ্টিয়ায় জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শতাধিক মুক্তিযোদ্ধা নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। [b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি[/b]