স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে মুসলমানদের জিহাদের আহ্বান জানিয়ে আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির দেয়া ভিডিও বার্তা খতিয়ে দেখা হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে মুসলমানদের জিহাদের আহ্বান জানিয়ে আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির দেয়া ভিডিও বার্তা খতিয়ে দেখা হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আল-কায়েদার পক্ষ থেকে এমন হুমকি আগেও দেয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এতে ভীত-সন্ত্রস্ত হবার কিছু নেই। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোন ধরনের নাশকতার পরিকল্পনা ঠেকানোর মতো সামর্থ বর্তমান সরকারের রয়েছে। জাওয়াহিরির ওই ভিডিও বার্তা আদৌ জাওয়াহিরির কীনা তা নিয়ে সংশয় প্রকাশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আশা করা যায় শিগগিরই এ ব্যাপারে সঠিক তথ্য উদঘাটন করা সম্ভব হবে। এই ধরনের ভিডিও বার্তার সাথে আর কারো সম্পৃক্ততা আছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যেহেতু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তাই সঠিক তথ্য পাবার পরই এ বিষয়ে জানানো হবে। [b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]/এফএ