শনিবার ১০, জুন ২০২৩
EN

ইতিহাসের এইদিনে : ডা. ফজলে রাব্বীর জন্ম

আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ৭ আশ্বিন , ১৪২৯ বঙ্গাব্দ। ২৫ সফর, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি :

১৫৯৯ লন্ডনে ফাউন্ডার্স হলে ২৪ জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। এভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠে।

১৭৯২ ফ্রান্সে রাজকীয় ক্ষমতা সীমিত করে ও জনগণের নির্বাচিত আইনসভার স্বীকৃতির মাধ্যমে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৮৬২ আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন।

১৯০৮ বুলগেরিয়া উসমানীয় সম্রাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬০ মালি ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬৫ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়।

১৯৮০ ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়।

১৯৯৭ সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়।

জন্মদিন :

১৮৪২ ওসমানীয় সাম্রাজ্যের শাসক আবদুল হামিদ (দ্বিতীয়)।

১৮৮৫ মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা এরিক ভন স্ট্রোহেইম।

১৯৩২ ফজলে রাব্বীর জন্ম ১৯৩২ সালের ২২ সেপ্টেম্বর পাবনা জেলার হেমায়েতপুর থানার ছাতিয়ানী গ্রামে। তার বাবার নাম আফসার উদ্দিন আহমেদ এবং মায়ের নাম সুফিয়া খাতুন। তিনি ১৯৪৮ সালে পাবনা জেলা স্কুল থেকে মেধা তালিকায় বিশিষ্ট স্থান দখল করে মাধ্যমিক পাশ করেন এবং ভি.পি.আই ও জেলা ভিত্তিক বৃত্তি লাভ করেন। তার পরবর্তী শিক্ষাজীবন শুরু হয় ঢাকা কলেজে। পরবর্তী ১৯৫০ সালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানে তিনি এমবিবিএস- এ প্রথম পার্ট পরীক্ষায় অ্যানাটমি ও ফার্মাকোলজিতে সম্মানসহ এমবিবিএস ফাইনালে শীর্ষস্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ করেন। ১৯৫০-৫৫ সাল পর্যন্ত ছাত্র থাকাকালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রসেক্টর হন। ১৯৫৫-৫৬ সালে কমপালসারি ইন্টার্নিশিপ ট্রেনিং নেন।

১৯৩৯ জুনকো তাবেই এভারেস্ট আরোহণকারী প্রথম নারী।

মৃত্যুবার্ষিকী :

৭১৬ দামেস্কের সম্রাট সুলায়মান।

১৯৭০ কথাসাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।

১৯৭৪ ‘কমিউনিস্ট মেনিফেস্টো’র প্রথম বাংলা অনুবাদক সৌমেন্দ্রনাথ ঠাকুর।

২০০৩ হুগো ইয়াং, ইংরেজ সাংবাদিক ও লেখক।

দিবস:

বুলগেরিয়ার স্বাধীনতা দিবস।

মালির স্বাধীনতা দিবস।

এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *