শনিবার ১০, জুন ২০২৩
EN

ইতিহাসের এই দিনে

আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ সোমবার (১৮ জুলাই) ৩ শ্রাবণ , ১৪২৯ বঙ্গাব্দ। ১৮ জিলহজ, ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নিন এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী :

৮৭১ বৃটেন ও ডেনমার্কের মধ্যে ২৫ বছরব্যাপী যুদ্ধের সূচনা হয়।

১৭৮৩ বৃটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করতে সক্ষম হন।

১৮৪১ ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৮৭১ কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচ নির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।

জন্ম বার্ষিকী :

১৮৬১ ভারত তথা দক্ষিণ এশিয়ায় প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।

১৯০৯ বাঙালি কবি, লেখক ও চলচ্চিত্র সমালোচক বিষ্ণু দে।

১৯১৮ দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও রাষ্ট্রপতি, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেলসন ম্যান্ডেলা।

১৯৩৩ রুশ কবি ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কো।

১৯৮২ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের বিহারের (বর্তমানে ঝাড়খণ্ড) জামশেদপুরে জন্ম হয় তার। বাবা-মা দুজনেই ছিলেন ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক। ২০০০ সালে তিনি মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়। ২০০৪ সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি ফ্যাশন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন।

মৃত্যু বার্ষিকী :

৭১৫ সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসেম।

১৮১৭ ইংরেজ ঔপন্যাসিক জেন অস্টেন।

১৯১৮ প্রথম ভারতীয় (বাঙালি) পাইলট ইন্দ্রলাল রায়।

২০০৫ বাংলাদেশি অভিনেতা ও পরিচালক রহমান।

এইচএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *