বৃহস্পতিবার ২৩, মার্চ ২০২৩
EN

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে নিহত ১২৯

ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে পদদলিত হয়ে অন্তত ১২৯ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮০ জন।

রোববার (২ অক্টোবর) দেশটির ইস্ট জাভার পুলিশ এক বিবৃতিতে জানায়, দলের ২-৩ গোলে পরাজয়ের পর আরেমা এফপির সমর্থকেরা মাঠে প্রবেশ করলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজাজিরা ও বিবিসি।

পুলিশ দু’গ্রুপের 'দাঙ্গা' থামাতে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই সময় পদদলিত হয়ে ও দম বন্ধ হয়ে মৃত্যু ঘটে।

ইন্দোনেশিয়ার ইস্ট জাভা পুলিশ প্রধান নিকো আফিনতা এক বিবৃতিতে বলেন, 'দুর্ঘটনায় ১২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন পুলিশ অফিসার। ৩৪ জন স্টেডিয়ামের ভেতরে মারা গেছে। বাকিরা মারা গেছে হাসপাতালে।'

তিনি আরও বলেন, 'তারা সবাই একটি পয়েন্ট দিয়ে বের হতে চেয়েছিল। সেখানে বিপুলসংখ্যক লোক সমবেত হয়। ফলে দম বন্ধ হয়ে এবং অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটে।'

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার আরেমা এফসি ও পারসেবায়া সুরাবায়ার মধ্যে দীর্ঘ দিন ধরে তিক্ত বিরোধ রয়েছে।

শনিবার (১ অক্টোবর) ছিল দুই দশকের মধ্যে পারসেবায়ার কাছে আরেমার প্রথম পরাজয়। সূত্র : আলজাজিরা ও বিবিসি।

এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *