ভারত উজানে পানি প্রত্যাহার করে নেয়ায় অস্তিত্ব হারিয়েছে এক কালের প্রমত্তা নদী পদ্মা। এমনকি ইরিগেশনও বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
ভারত উজানে পানি প্রত্যাহার করে নেয়ায় অস্তিত্ব হারিয়েছে এক কালের প্রমত্তা নদী পদ্মা। এমনকি ইরিগেশনও বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার রাজশাহীতে 'বরেন্দ্র অঞ্চলের ভূ-গর্ভস্থ পানির স্তর নিম্নগামিতার কারণ অনুসন্ধানে গবেষণাপ্রাপ্ত তথ্য' শীর্ষক এক গোলটেবিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,একতরফাভাবে উজানে পানি প্রত্যাহার করে নেয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ। কিন্তু আমরা যে এই পানি স্বল্পতায় আছি তা ভারতকে আমাদের সরকার বলছে না। দেশের কৃষি ও পরিবেশ রক্ষায় প্রাকৃতিক জলাশয়গুলো রক্ষায় সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রিজাওয়ানা হাসান। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। নগরীর একটি কমিউনিটি সেন্টারে বেসরকারী সংস্থা অ্যাকশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি),বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) ও পানি অধিকার ফোরাম যৌথভাবে এই গোলটেবিলের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমডিএ'র চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম,নির্বাহী পরিচালক আহসান জাকির,রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিয়ামুল বারী, প্রমুখ। [b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]