টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচনে অংশ নিচ্ছে কৃষক-শ্রমিক-জনতা লীগ। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে দলটির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচনে অংশ নিচ্ছে কৃষক-শ্রমিক-জনতা লীগ। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে দলটির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ফোনে যোগাযোগ করা হলে কাদের সিদ্দিকী উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে উপনির্বাচনে যাচ্ছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,'এটা দলীয় সিদ্ধান্ত। এ বিষয়ে এখন কিছু বলা যাবে না।' কৃষক-শ্রমিক-জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী বলেন, বৈঠকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে কে অংশ নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। [b]ঢাকা,২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর [/b]