এবার চট্টগ্রাম শাহ্ আমনত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের ৯০টি বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ওমান এয়ারলাইন্সের একটি বিমান থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। ৯০টি বারের ওজন ১১ কেজি বলে জানিয়েছে গোয়েন্দারা
[size=2]এবার চট্টগ্রাম শাহ্ আমনত [/size][size=2]আন্তর্জাতিক [/size][size=2]বিমানবন্দর থেকে স্বর্ণের ৯০টি বার উদ্ধার করেছে [/size][size=2]শুল্ক গোয়েন্দারা[/size][size=2]। শুক্রবার [/size][size=2]সকাল সাড়ে ১০টায় [/size][size=2]ওমান এয়ারলাইন্সের একটি বিমান থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। ৯০টি বারের ওজন ১১ কেজি বলে জানিয়েছে [/size][size=2]গোয়েন্দারা[/size][size=2]।[/size] [size=2]এনিয়ে গত ১২ ঘন্টায় দুটি বিমানবন্দর থেকে ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার হলো।[/size] [size=2]কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান জানান, এ স্বর্ণের মূল্য চার কোটি ৫০ লাখ টাকা। [/size][size=2]মধ্যপ্রাচ্য থেকে আসা ওমান এয়ার লাইন্সের একটি বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।[/size] [size=2]এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।[/size] [b][size=2]চট্টগ্রাম[/size],২১ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]