পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ওঠার জন্য অনুমতি পাওয়ার খরচ কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। এভারেস্ট আরোহণের 'লাইসেন্স ফি' মাথাপিছু ২৫ হাজার মার্কিন ডলার থেকে কমিয়ে ১১ হাজার ডলার করা হবে। আগামি বছর থেকে নতুন রেট কার্যকর করা হবে। মাউন্ট এভারেস্টে অধিক সংখ্যায় পর্বতারোহীদের আরোহনের কারণে পরিবেশগত ও নিরাপত্তাজনিত সমস্যা থাকা সত্ত্বেও দেশটি এ সিদ্ধান্ত নিল।
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ওঠার জন্য অনুমতি পাওয়ার খরচ কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। এভারেস্ট আরোহণের 'লাইসেন্স ফি' মাথাপিছু ২৫ হাজার মার্কিন ডলার থেকে কমিয়ে ১১ হাজার ডলার করা হবে। আগামি বছর থেকে নতুন রেট কার্যকর করা হবে। মাউন্ট এভারেস্টে অধিক সংখ্যায় পর্বতারোহীদের আরোহনের কারণে পরিবেশগত ও নিরাপত্তাজনিত সমস্যা থাকা সত্ত্বেও দেশটি এ সিদ্ধান্ত নিল। [img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392539242.jpg[/img] নেপালের পর্যটন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও বেশি করে পর্যটক নেপালে আনার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বছর থেকে বর্তমান রেট কমিয়ে নতুন রেট কার্যকর করা হবে। বিশ্বের উচ্চতম শৃঙ্গে উঠতে গেলে এতদিন 'লাইসেন্সিং ফি' হিসেবে মাথাপিছু ২৫ হাজার মার্কিন ডলার দিতে হতো। কোনো পর্বতারোহী দলের সদস্যসংখ্যা দশের বেশি হলে দলকে ৭০ হাজার ডলার দিতে হতো শৃঙ্গে ওঠার অনুমতি পাওয়ার জন্য। ঠিক হয়েছে নতুন বছর থেকে পর্বতারোহীদের অনুমতি পেতে গেলে মাথাপিছু মাত্র ১১ হাজার মার্কিন ডলার দিলেই চলবে। এর ফলে দুই ধরনের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। প্রথমত, মাউন্ট এভারেস্টে ওঠার জন্য আরও বেশি করে পর্বতারোহীর নেপালে ভিড় জমাতে শুরু করার সম্ভাবনা বাড়বে। [img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392539291.png[/img] দ্বিতীয়ত, এতদিন অনেকেই খরচ কমাতে সম্পূর্ণ অপরিচিতদের সঙ্গে মিলে দশ জনের একটা দল তৈরি করে নিতেন। ফলে মাথাপিছু ১০ হাজার টাকা করে দিয়ে শৃঙ্গে ওঠার অনুমতি জোগাড় করতেন। এর ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত, দলের সদস্যরা কেউ কাউকে ঠিকমতো চেনেন না। কিন্তু মাথাপিছু খরচ অর্ধেকেরও কম হয়ে যাওয়ায় এই সম্ভাবনা কমে যাবে বলে মনে করছে প্রশাসন৷ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শেরপার দলও৷ তাদের মতে, নতুন বছর থেকে পাহাড়ে যাওয়ার জন্য আসা অভিযাত্রীদের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। ফলে বাড়বে তাদের রোজগারও। যে পথে তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি এভারেস্টে উঠেছিলেন সেই সাউথ কল রুট ধরে এগোতে গেলেই ১১ হাজার ডলার খরচ করতে হবে। কিন্তু 'অফ সিজন'-এ অন্যান্য স্বল্প পরিচিত পথ ধরে এগোতে গেলে মাথাপিছু মাত্র আড়াই হাজার ডলার খরচ করলেই চলবে। শুধু এভারেস্টই নয়, অন্য আরো শতাধিক শৃঙ্গে ওঠার ফি-ও কমানো হবে। সূত্র: গার্ডিয়ান [b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]