রবিবার ১১, জুন ২০২৩
EN

এমবাপের ঝলকে শেষ আটে ফ্রান্স

চলমান কাতার বিশ্বকাপের শেষ ষোলোর নক আউট পর্বের লড়ায়ে কিলিয়েন এমবাপের জোড়া ও অলিভিয়ের জিরুর এক গোলে পোল্যান্ডকে হারিয়ে শেষ আটে উঠে গেল ফ্রান্স।

এদিকে সেনেগালকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে উঠেছে ইংল্যান্ড। তাই ফ্রান্সের শেষ আটের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।

রোববার (৪ ডিসেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচটি শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছিল।

তবে শক্তিতে স্পষ্টভাবে এগিয়ে থাকা ফ্রান্স বারবার গোলমুখে শট নিয়েও জালের দেখা পাচ্ছিল না। শেষ ষোলোর তৃতীয় ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ফ্রান্স। মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। প্রথম ২০ মিনিটের মধ্যে চারটি কর্নার পায় তারা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপ্পে-দেম্বেলেরা।

তবে প্রথমার্ধের বিরতির ঠিক আগেই এগিয়ে যায় ফ্রান্স। ৪৪তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে ডান কোণা দিয়ে বল জালে জড়ান জেরার্ড। ফলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে ফেলেন এসি মিলানের এ স্ট্রাইকার। ৫২টি গোল করে স্বদেশি থিয়েরি অরিকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হলেন জেরার্ড।

বিরতি থেকে ফিরেও ফরাসিদের সৌরভ ছড়িয়ে পড়ে গোটা স্টেডিয়ামে। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে এবার স্কোরশিটে নাম লেখান এমবাপ্পে। ৭৪ মিনিটে উসমান দেম্বেলের অ্যাসিস্টে ম্যাচের প্রথম গোল পেয়ে যান তিনি।

ফলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ২৪ বছর পূরণের আগেই ৭ গোলের রেকর্ড ভেঙে দেন পিএসজির এই তারকা।

রেকর্ড গড়েও গোলের ক্ষুধা যেন থামেনি এমবাপ্পের। তাই ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে লিলিয়ান থুরাম উলিয়েনের বাড়ানো বলে দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচের দ্বিতীয় গোল করে দলকে কোয়ার্টার ফাইনালের পথে নিয়ে যান তিনি।

তবে ম্যাচের শেষ মিনিটে পেনাল্টিতে স্পট কিক থেকে পোল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোল করে ব্যবধান ৩-১ এ নিয়ে আসেন বার্সা তারকা লেভানডফস্কি।

এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *