বৃহস্পতিবার ২৩, মার্চ ২০২৩
EN

ওসমানী বিমানবন্দরে উড্ডয়নকালে ফেটে গেল বিমানের চাকা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা ফেটে গেছে। তাৎক্ষণিকভাবে বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১০০ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট (বিজি-৬০২) ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১০০০ মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। তাৎক্ষণিক বিমানটি ঘুরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।

এবিএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *