৫ জানুয়ারির কাগুজে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো বলে মন্তব্য করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী। পরে সরকার এই কাগুজে ভোাটের ফলা-ফল ঘোষণা করেছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত সুপ্রিমকোর্ট
[b]ঢাকা: [/b]৫ জানুয়ারির কাগুজে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো বলে মন্তব্য করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী। পরে সরকার এই কাগুজে ভোাটের ফলা-ফল ঘোষণা করেছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সভায় তিনি এই মন্তব্য করেন। ওই সময় তিনি বলেন, গতকালকের নির্বাচন কাগুজে এবং ভোটার বিহীন নির্বাচন। দেশবাসী ভেবেছিল যে তত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই জনগণ এই নির্বাচন বর্জন করেছে। তিনি বলেন, দলীয় শাসনের ব্যবস্থায় নিরপেক্ষ, সংবিধান, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়না তার প্রমাণ হলো এই কাগুজে নির্বাচন। এ সময় দশম জাতীয় সংসদের নির্বাচনকে প্রত্যাখান করে এবং ২৯ ডিসেম্বর সুপ্রিমকোর্টের হামলার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে মিছিল করেছেন সুপ্রিম কোর্টের বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। সোমবার দুপুর ১২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে মিছিল শুরু করে ১৮ দলীয় জোট সমর্থক আইনজীবীরা। পরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট মাজার গেইটের দিকে গেলে পুলিশ গেইট বন্ধ করে দেয়। এরপর আইনজীবীরা মিছিল নিয়ে আবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে এসে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, গতকালের নির্বাচন প্রহসন ও একদলীয় জোটের নির্বাচন। যে নির্বাচনে জনগণ অংশ নেইনি সেই নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবী জানান তারা। মিছিলে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মাদ আলী, অ্যাডভোকেট শরীফ ইউ আহমেদ, মির্জা আল মাহমুদ, জামিল আখতার এলাহী, ব্যারিস্টার গোলাম নবী, ড. আরিফা জেসমিন, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট মাহফুজ উল্লাহ, অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন,অ্যাডভোকেট আব্দুল্লা আল বাকী।