টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর রিট কারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি মো.মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর রিট কারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি মো.মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ঋণ খেলাপির অভিযোগে রিটানিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৩ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন কাদের সিদ্দিকী। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক এটর্নি জেনারেল ফিদা মুহাম্মদ কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য শওকত মোমেন শাজাহানের মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়। ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই