জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের আপিল শুনানি ৩ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ আংশিক শুনানি গ্রহণ করে এ মুলতবি আদেশ দেন।
জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের আপিল শুনানি ৩ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ আংশিক শুনানি গ্রহণ করে এ মুলতবি আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদন্ডের রায় দেয়। এর পরিপ্রেক্ষিতে আসামি পক্ষের করা আপিলের উপর শুনানি শুরু করেছে আদালত। [b]ঢাকা, কে[/b][b][b]এ[/b], ২০ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]