৭১'র মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিল শুনানি সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নতুন ভাবে গঠিত বেঞ্চে অনুষ্ঠিত হবে। জানা গেছে, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এখন থেকে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে
৭১'র মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিল শুনানি সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নতুন ভাবে গঠিত বেঞ্চে অনুষ্ঠিত হবে। জানা গেছে, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এখন থেকে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। নতুন বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া,বিচারপতি ইমান আলী ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। রোববার কামারুজ্জামানের মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কজলিস্টে আসে। তারপর নতুন বেঞ্চ গঠনের বিষয়টি জানা যায়। কার্যতালিকার আগের মামলাগুলোর শুনানি শেষ না হওয়ায় কামারুজ্জামানের শুনানি হয়নি। ইতোপূর্বে প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চে কামারুজ্জামানের আপিল শুনানি হতো। গত বছরের ৬ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান। আপিলে ২৫৬৪টি মূল ডকুমেন্ট, ১২৪টি গ্রাউন্ডসহ সর্বমোট ১০৫ পৃষ্ঠার ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। গত ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন । [b]ঢাকা, কেএ, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]