কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর বাজার
কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- হরিশ্চর কলেজ শিক্ষক ফখরুল ইসলাম ও অপর এক মহিলার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ শিক্ষক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা কাভার্ডভ্যানটিতে আগুন লাগিয়ে দেয় এবং কুমিল্লা-নোয়াখালী অঞ্চলিক সড়কের ওপর বিক্ষোভ করে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা অফিসার ইন চার্জ (ওসি) গাজী সাখাওয়াত হোসেন টাইম নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা কাভার্ডভ্যান চালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার দাবিতে সড়কের ওপর বিক্ষোভ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমিল্লা,২১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ