শনিবার ১০, জুন ২০২৩
EN

করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪ হাজার, মৃত্যু ১২৬

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭৯ জন।

আজ শুক্রবার (২৬ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৯ হাজার ৮০ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। একইসময়ে মৃত্যুর শীর্ষে উঠে এসেছে জার্মানি। দেশটিতে ৩৯ জন মারা গেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন এবং মারা গেছেন ১৮ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ১৮ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৫৪৫ জন এবং মারা গেছেন ৮ জন। ইন্দোনেশিয়া আক্রান্ত হয়েছেন ৬১৯ জন এবং মারা গেছেন ৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৭৮৯ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮২ হাজার ৬৯৩ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১৬ লাখ ৪১ হাজার ৪৮২ জন।

এবিএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *