রবিবার ১১, জুন ২০২৩
EN

কলকাতায় বইমেলা ৩১ জানুয়ারি, থিম বাংলাদেশ

কলকাতা বইমেলা শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। এবারের বইমেলার থিম বাংলাদেশ।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ৭ জানুয়ারি। এছাড়া কলকাতা বইমেলা শুরু হবে ৩১ জানুয়ারি থেকে।

বইমেলা.jpg

গতকাল সোমবার (৮ নভেম্বর) চলচ্চিত্র উৎসব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, জানুয়ারির ৭ তারিখ থেকে ৮ দিনের জন্য আয়োজিত হবে কলকাতা চলচ্চিত্র উৎসব।

এছাড়া ৩১ জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলাও শুরু হবে।

উল্লেখ্য, বইমেলা গত বছর করোনা সংক্রমণের কারণে আয়োজন করা যায়নি।

বই মেলা.jpg

স্বাভাবিকভাবে বইমেলার দিকে তাকিয়ে রয়েছেন পাঠক থেকে প্রকাশকরা। এবারের বইমেলার থিম বাংলাদেশ।

২০১৯ সালে বইমেলায় থিম দেশ ছিল গুয়াতেমালা। তারপর ২০২১ সালে বইমেলা বন্ধ থাকে।

২০২১ সালে বইমেলার থিম ছিল বাংলাদেশ। ২০২২ সালে সেই দেশই থাকছে থিম।

এইচএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *