শনিবার ১০, জুন ২০২৩
EN

কলকাতা জমিয়ে তুললেন সারা আলী খান

নিজের পরবর্তী ছবি জরা হটকে জরা বাঁচকে-র প্রচারে কলকাতায় এসেছিলেন সাইফ আলী কন্যা সারা আলি খান। আর এ নায়িকাকে একনজর দেখতে ভিড় জমেছিল কলকাতার রাস্তায়।

বৃহস্পতিবার (২৬ মে) রাতে কলকাতার রাস্তায় বেরিয়েছিলেন নায়িকা। সেখানে ফুসকায়-ঝাল মুড়িতে মজেছেন তিনি।

এদিন সবুজ গোলাপি সালোয়ার কামিজে সেজেছিলেন নায়িকা। রুপোলি জরির কাজের সঙ্গে মিলিয়ে কানে রুপোলি দুল পরেছিলেন সারা। হালকা ব্যাকব্রাশ করে চুল খোলা রেখেছিলেন তিনি।

কলকাতায় এসেই মিষ্টিতে মজেছেন সারা। কামড় বসিয়েছেন টক-ঝাল ফুচকাতেও। এরপর সারা আবদার করেন ঝালমুড়িরও। চেখে দেখেছেন মিষ্টি দইও। সব মিলিয়ে কলকাতা সফর দারুন উপভোগ করেন তিনি।

প্রসঙ্গত, আগামী ২ জুন মুক্তি পাবে সারা-ভিকির নতুন ছবি 'জারা হাটকে জারা বাচকে'। আর এই ছবি মুক্তির আগেই আজমির শরিফে প্রার্থনা করতে গিয়েছিলেন বলিউডের এই দুই নায়ক-নায়িকা। সেখানে গিয়ে তারা ছবির প্রচার তো করলেনই, সেই সঙ্গে মিশে গিয়েছিলেন স্থানীয়দের সঙ্গেও।

এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *