বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার ইলেক্ট্রনিক্স পণ্যের প্রদর্শনী শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে। ৪৭তম এ প্রদর্শনীতে সর্বাধুনিক প্রযুক্তির আগামী দিনের প্রযুক্তিপণ্য দেখানো হবে
বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার ইলেক্ট্রনিক্স পণ্যের প্রদর্শনী শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে। ৪৭তম এ প্রদর্শনীতে সর্বাধুনিক প্রযুক্তির আগামী দিনের প্রযুক্তিপণ্য দেখানো হবে। এ প্রদর্শনীতে প্রযুক্তিপণ্য নির্মাতারা সর্বাধুনিক প্রযুক্তির গাড়ি,স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার,ক্যামেরা,টেলিভিশনসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের কথা রয়েছে। ৭-১৪ জানুয়ারি পর্যন্ত চলবে প্রতিবছরের যুগান্তকালী এ প্রদর্শনী। এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক কনজিউমার ইলেক্ট্রনিক্স শো ২০১৪-এর উদ্যোক্তারা জানিয়েছেন,এবারের প্রদর্শনীতে রেকর্ড সংখ্যক মোটরগাড়ির প্রদর্শনী থাকবে। এ ছাড়া ২০ হাজারেরও বেশি নতুন প্রযুক্তিপণ্য প্রদর্শনীতে থাকবে বলে জানিয়েছে বিবিসি। প্রদর্শনীতে পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য যেমন স্মার্টওয়াচ,ফিটনেস ট্র্যাকারসহ বিভিন্ন পণ্য দেখাবে নির্মাতারা। এ ছাড়া ত্রিমাত্রিক প্রিন্টার,ট্যাবলেট কম্পিউটার,বড় আকৃতির টেলিভিশনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রদর্শনীতে উন্মুক্ত করা হবে। এতে অংশ নেবে শীর্ষস্থানীয় ৯টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। অডি,বিএমডব্লিও,ক্রাইসলার,ফোর্ড,জেনারেল মটর্স,কিয়া,মাজদা,মার্সেডিজ এবং টয়োটা প্রদর্শনী ছাড়াও কনফারেন্সে তাদের পণ্য সম্পর্কে তথ্য প্রকাশ করবে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে,শতকরা ১৭ভাগ আমেরিকান ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে। ২০১৪ সাল নাগাদ তা ২০ ভাগে পৌছবে বলে জানিয়েছে। গত বছরের মতো এবারও অটোমোবাইল সেক্টরে চালকবিহীন কম্পিউটারাইজড গাড়িতে নতুন প্রযুক্তির চমক থাকছে। চালকবিহীন গাড়ির নিরাপত্তার ও নানামাত্রিক সুবিধাসম্পর্কে নতুন তথ্য জানাবে নির্মাতারা। এদিকে মানুষের আগ্রহ বেড়ে যাওয়ায় ২০১৩ সালের চেয়ে মেলার পরিধিও বাড়ানো হয়েছে। এবছর এক লাখ ৪০ হাজার স্কয়ার ফুট জায়গাব্যাপী আয়োজিত হবে এ মেলা। গত বছরের চেয়ে মেলার জায়গা ২৫ ভাগ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। সিইএস ২০১৪-এর বিভিন্ন যুগান্তকারী ঘোষণাগুলো নিয়ে ইতিমধ্যেই প্রিয় টেক-এ বিশেষ কাভারেজ দেয়া হচ্ছে। সে জন্য চোখ রাখুন প্রিয় টেক-এ।