যশোরের কেশবপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রজব আলী ওরফে রজব ডাকাত নিহত হয়েছে। সে মির্জানগর গ্রামের আব্দুল আজিজের ছেলে। শনিবার রাতে উপজেলার মির্জানগর গ্রামে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে
যশোরের কেশবপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রজব আলী ওরফে রজব ডাকাত নিহত হয়েছে। সে মির্জানগর গ্রামের আব্দুল আজিজের ছেলে। শনিবার রাতে উপজেলার মির্জানগর গ্রামে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, শনিবার দিবাগত রাত ১১টার দিকে ঝিকরগাছার বাকড়া এলাকা থেকে পুলিশ আটক করে। পরে তাকে কেশবপুর থানায় নিয়ে আসা হয়। গভীর রাতে অস্ত্র উদ্ধারের জন্য মির্জানগর গ্রামে যায় পুলিশ। সেখানে রজব ডাকাতের লোকজন পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় রজব পালাতে গেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। তিনি আরও জানান, নিহত রজবের নামে কেশবপুর থানায় ২২টি মামলা রয়েছে। [b]যশোর, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি,কম) // এফএ[/b]