রবিবার ১১, জুন ২০২৩
EN

কৃষকদের ন্যায্যমূল্য পাইয়ে দিতে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, “সরকার বাজার নিয়ন্ত্রণেও ব্যর্থ ”।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, “সরকার বাজার নিয়ন্ত্রণেও ব্যর্থ ”।

সরকারের সহযোগিতায় দাম বাড়ছে বলে অভিযোগ করে তিনি বলেন, আলুর দাম কোল্ড স্টোরেজে কম, কিন্তু ঢাকায় বেশি।

কৃষকদের ন্যায্যমূল্য পাইয়ে দিতে সরকার কার্যকরী ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

আজ বুধবার (৩ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন দুর্নীতির উন্নয়ন করছে। মেগা প্রজেক্টগুলো করাই হয়েছে মেগা দুর্নীতির জন্য।

পদ্মা সেতুতে বাজেট বাড়ানো হয়েছে। বড় বড় মেগা প্রজেক্টেও বাজেট বাড়ানোসহ বিদ্যুৎ খাতেও চরম দুর্নীতি করা হচ্ছে।

সাম্প্রদায়িক সহিংসতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ মনে করে হিন্দু সম্প্রদায়ের লোকরা তাদের ব্যক্তিগত সম্পত্তি এবং সেভাবেই তাদের সঙ্গে ডিল করে।

বাংলাদেশ স্বাধীনের পর থেকে জরিপ করে দেখা যাবে এ ঘটনাগুলো বেশিরভাগেই আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে।

এইচএন

পদ্মা.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *