বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী কারাবন্দি ড.খন্দকার মোশাররফ হোসেনর স্ত্রী বিলকিস আক্তারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী কারাবন্দি ড.খন্দকার মোশাররফ হোসেনর স্ত্রী বিলকিস আক্তারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৮ এপ্রিল সকাল ১০টায় দুদকের উপ পরিচালক আহসান আলীর দফতরে বিলকিস আক্তারকে হাজির হতে বলা হয়েছে। সোমবার বিকেলে দুদকের এই অনুসন্ধানী ও তদন্ত কর্মকর্তা কারাবন্দি ড. খন্দকার মোশাররফের স্ত্রীকে এই তলবি নোটিশ পাঠিয়েছেন। এর আগে ১২ মার্চ দিবাগত রাতে গুলশান-২ এর ৫৫ নম্বর রোডের নিজ বাসভবন থেকে ড খন্দকার মোশাররফকে গুলশান থানা পুলিশের সহযোগিতায় আটক করে দুদক। ১৩ মার্চ তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন দুদকে তদন্তকারী কর্মকর্তা আহসান আলী। এরপর থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন কারাগারে আছেন। ৬ ফেব্রুয়ারি মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদি হয়ে রমনা মডেল থানায় মামলা (নং-১৩) দায়ের করেন। মামলাটি থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১৩ এর ১৩ ধারা এবং ২০০৯ এর ৪ ধারায় রেকর্ড করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করে যুক্তরাজ্যে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা (আট লাখ চার হাজার ১৪২ দশমিক ১৩ বৃটিশ পাউন্ড) পাচার করেছেন সাবেক এই মন্ত্রী। আর তার এবং স্ত্রী বিলকিস আক্তারের যৌথ ব্যাংক হিসাবে (হিসাব নম্বর-১০৮৪৯২) ওই অর্থ পাচার করা হয়েছে। [b]ঢাকা,একে,২৪মার্চ (টাইমনিউজবিডি.কম)// জেআই[/b]