বরফের উপর স্কি খেলতে গিয়ে মেরুদন্ডে আঘাত পেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। মার্কেলের মেরুদন্ডের একটি হাড় ভেঙ্গে গেছে বলে জানিয়েছে বিবিসি। এ ছাড়া সারা শরীরে প্রচন্ড আঘাত পেয়েছেন তিনি।
বার্লিন: বরফের উপর স্কি খেলতে গিয়ে মেরুদন্ডে আঘাত পেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। মার্কেলের মেরুদন্ডের একটি হাড় ভেঙ্গে গেছে বলে জানিয়েছে বিবিসি। এ ছাড়া সারা শরীরে প্রচন্ড আঘাত পেয়েছেন তিনি। মার্কেলের মুখপাত্র স্টিফেন সেইবার্ট সোমবার বিবিসিকে জানিয়েছেন, ঘটনাটি বড়দিনের ছুটিতে ঘটলেও হাড় ভেঙ্গে যাওয়ার ব্যাপারটি এখন নিশ্চিত হওয়া গেছে। বড়দিনের ছুটিতে সুইজারল্যান্ডে স্কি খেলতে গিয়েছিলেন মার্কেল। মেরুদন্ডে আঘাতের কারণে আগামী তিন সপ্তাহ তিনি বাড়ি থেকে বের হতে পারবেন না বলে জানিয়েছেন তার মুখপাত্র। তিনি এখন স্ক্রাচে ভর দিয়ে হাঁটছেন বলে জানা গেছে। মুখপাত্র স্টিফেন জানিয়েছেন, বড়দিনের ছুটিতে সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আলপাইন এনগেডাইনে স্কি খেলতে গিয়েছিলেন মার্কেল। আঘাতপ্রাপ্ত হওয়ায় তিনি আগামী কয়েক সপ্তাহ সরকারি সফরে যেতে পারবেন না। প্রসঙ্গত, চলতি সপ্তাহে তার প্রতিবেশী পোল্যান্ডে যাওয়ার কথা ছিল। এদিকে, লুক্সেমবার্গের নবনির্বাচিত প্রেসিডেন্ট জাভিয়ের বেটেল শীঘ্রই জার্মানি সফরে আসছেন। তাকেও বিমানবন্দরে সংবর্ধনা জানাতে পারবেন না মার্কেল।