বৃহস্পতিবার ২৩, মার্চ ২০২৩
EN

'খালেদার আইনজীবীরা চার্জ গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে'

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবীরা মামলার চার্জ গঠনে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন দুদকের আইজীবী মোশাররাফ হোসেন কাজল। মোশাররাফ বলেন, ওই আদালতে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা ব্যাপক হট্টগোল করেছে। তারা উচ্চ আদালতের দোহাই দিয়ে ৩৩ বার সময় নিয়েও স্থগিতাদেশ আনতে পারেননি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবীরা মামলার চার্জ গঠনে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন দুদকের আইজীবী মোশাররাফ হোসেন কাজল। রোববার বিকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মিডিয়া সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় দুদকের মহাপরিচালক কামরুল হোসেন মোল্লা ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন। মোশাররাফ বলেন, ওই আদালতে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা ব্যাপক হট্টগোল করেছে। তারা উচ্চ আদালতের দোহাই দিয়ে ৩৩ বার সময় নিয়েও স্থগিতাদেশ আনতে পারেননি। দুদকের এই আইনজীবী বলেন, আইনী প্রক্রিয়া সম্পন্ন করেই বিচারিক আদালত গত ১৯ মার্চ আসামিদের উপস্থিতিতে চার্জ গঠন করেন। তবে এ নিয়ে কিছু পত্র পত্রিকায় বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করেছে যা সঠিক নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোশাররাফ বলেন দুটি মামলায় বেগম জিয়াসহ মোট আসামী ৯ জন এর মধ্যে  ২ জন পলাতক এবং বাকী খালেদা জিয়াসহ ৬ জন জামিনে আছেন। মোশাররাফ বলেন, খালেদা জিয়ার আইজীবীদের উদ্দেশ্য হচ্ছে মামলা বিলম্বিত করা। তবে এক্ষেত্রে আমরা সর্তক ছিলাম এবং আমরা চার্জ গঠনের আবেদন জানালে আদালত তাদের আবেদন আমলে না নিয়ে আমাদের আবেদনের প্রেক্ষিতে চার্জ গঠন করেন। এই মামলা বিচারিক কার্যক্রম পরিচালনাকালে জামিনে থাকা আসামীদের গ্রেফতার করা হবে না বলে তিনি জানান। দুদকের আইনজীবী বলেন, দুদক রাজনৈতিক কারণে এ সব মামলা করা হচ্ছে বলে যে অভিযোগ সেটি ঠিক নয়। দুদক একটি রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিষ্ঠান বলে তিনি দাবি করেন। আগামী ২১ এপ্রিল বিশেষ জজ আদালত ৩ এ আসামীদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬২৩ টাকা আত্মসাতের অভিযোগে বেগম জিয়াসহ ৬ জনকে আসামী করা হয় এবং দ্বিতীয় মামলা জিয়া চ্যোরিটেবল ট্রাস্টের তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বেগম জিয়াসহ তিন আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয় বলে জানান তিনি। [b]ঢাকা, একে, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *