ঢাকার বিশেষ আদালতের বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিটের শুনানি শুরু করেছে হাইকোর্ট। মঙ্গলবার দুপুরের পর বিচারপতি ফারাহ
ঢাকার বিশেষ আদালতের বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রিটের শুনানি শুরু করেছে হাইকোর্ট। মঙ্গলবার দুপুরের পর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন এ জে মোহাম্মদ আলী। এছাড়া খালেদার পক্ষে শুনানিতে উপস্থিত আছেন খন্দকার মাহবুব হোসেন,ব্যারিস্টার মওদুদ আহমদ,জয়নুল আবেদীন প্রমুখ। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। এছাড়া দুদকের পক্ষে উপস্থিত আছেন খুরশিদ আলম সরকার। গত সোমবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেছিলেন খালেদা জিয়া। মামলাটি হাইকোর্টের কার্য তালিকার ৬৪ নাম্বারে রাখা হয়েছিলো। নিয়ম অনুসারে গেজেট না করে সাধারণ আদেশে দেয়া ওই বিচারকের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়। পাশাপাশি রুল বিচারাধীন থাকা অবস্থায় মামলা দুটির কার্যক্রম স্থগিতাদেশ চাওয়া হয়েছে। এ রিটের বিষয়ে মামলার আইনজীবী জানান,খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়কে সাধারণ আদেশে বিশেষ ট্রাইব্যুনালে নিয়োগ দেয়া হয়। এভাবে নিয়োগ দেয়া যায় না। গেজেট প্রকাশ করে নিয়োগ দিতে হয়। উল্লেখ্য, গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় খালেদার উপস্থিতিতে ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করে আদেশ দেন। এরপর এ অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হলেও রিটটি খারিজ করেন আদালত। [b]ঢাকা,কেএ ২০ মে(টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]