বাংলাদেশের সাথে পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন প্রায় পুরোটা সময় দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। অন্যদিকে, একেকটি উইকেটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে টাইগারদের।
তবে আশার দিক হচ্ছে, শেষ বিকেলে তাইজুল ইসলাম ও খালেদ আহমেদের নৈপুণ্যে ম্যাচে ফিরে এসেছে বাংলাদেশ।
৮২তম ওভারের তৃতীয় বলে রায়ান রিকেলটনকে কট বিহাইন্ডের শিকারে পরিণত করেন তাইজুল। বলটি রিকেলটনের গ্লাভসে লেগে উপরে উঠে যায়। দারুণ ক্ষিপ্রতায় সেটিকে তালুবন্দী করেন ইয়াসির আলি রাব্বি।
তবে প্রথমে আউট দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সেটি আদায় করে নেন তাইজুল। রিকেলটন ৪২ রান করেন। এর ঠিক ১৭ বল পর আবারও বাংলাদেশ শিবিরে সাফল্য।
এবার টেম্বা বাভুমাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন খালেদ আহমেদ। বাভুমা ক্রমশ ভয়ঙ্কর হচ্ছিলেন। ১৬২ বল মোকাবিলায় ৬৭ রান করেছেন তিনি।
৮৫তম ওভারের তৃতীয় ডেলিভারিতে বলটি বাভুমার ব্যাটের কানায় লেগে গালিতে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে চলে যায়। সেটি পাখির মতো ছোবল দিয়ে ধরে ফেলেন শান্ত। পরে বাভুমা রিভিউ নিলেও লাভ হয়নি।
এর আগে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন খালেদ। এর পরের দুটি উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। ৯০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৭৮ রান জমা করেছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল ব্যাট হাতে নামবেন ভেরেইনা ও মাল্ডার। ভেরাইন ১০ রানে অপরাজিত। মাল্ডার রানের খাতা খুলতে পারেননি আজ।
এইচএন